Friday, April 28, 2017

প্রিয় সাথীরা" হয়ত এমন একটা সময় আসবে, যখন আমি থাকবো না,

"প্রিয় সাথীরা" হয়ত এমন একটা সময় আসবে, যখন আমি থাকবো না,কিন্তু ফেসবুক থাকবে। হয়ত আইডিটা ডিএ্যাকটিভ করেও যেতে পারবো না। একদিন হঠাৎ চিরতরে থেমে যাবে পোস্ট দেয়া। কালের সাক্ষী হয়ে থেকে যাবে আমার আইডি, রয়ে যাবে কিছু স্মৃতি। ইনবক্সে হয়ত নক করবে কেউ,কিন্তু রিপ্লাই দেয়ার কেউ থাকবে না। হয়ত কেউ সেদিন আমায় খুঁজবে। আমায় ভেবে আপন জনদের ক'ফোটা অশ্রু কারো গাল বেয়ে নামবে। :( হয়ত অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে আমায় খুঁজবে। নীড়ে ফেরা পাখিদের মাঝে আমায় খুঁজবে। রাতের তারার মাঝে আমায় খুঁজবে। একবার হলেও আমায় মিস করবে। কিন্তু ,,,,,,,,, আমি থাকবো না। :( হারিয়ে যাবো অচিনপুরে ফিরে আসবো না আর না ফেরার দেশ থেকে !!! তাই সবার তরে এই কামনা, মুনাজাতে এই অধমেরে কভু ভুলে যাবেন না !! সকলের নিকট দোয়া প্রার্থী আমি। আর পরিশেষে সকল ভাই -  বোন আর বন্ধুদের প্রতি আকুল আবেদন ,আসুন আমরা নামাজ পড়ি. জামাতের সাথে, আর ফেইজ বুকে দ্বীনের প্রচার করি, এমন কোন পোষ্ট করিব না যাহাতে গন মানুষের চরিএ নষ্ট হয়, প্রিয় সাথীরা হয়ত কাল কেয়ামতের দিন ইহাই আমাদের নাজাতের ব্যবস্হা হইবে, না হয় জাহান্নামে নিয়ে যাওয়ার দলিল হিসাবে থাকিবে !!! "হে আল্লাহ আমি যেন কালেমা পড়ে , আর আখেরি সেজদা করে তোমার দরবারে হাজির হইতে পারি সেই সু - ভাগ্য আমাকে নসিব করিও", আমিন ছুম্মা আমিন। মোঃ কবির হোসাইন । 29| ০4| 2017ইং রাএ 10টা 30 মিনিট,

No comments:

Post a Comment