Tuesday, August 30, 2016

হেরা গুহা মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান।

হেরা গুহা...................
.
.
মুসলমানদের জন্য হেরা গুহা একটি পবিত্রতম স্থান। ইসলামিক নিদর্শনের মধ্যে জাবাল আল-নূর পাহাড়ের এই স্থানটি অনন্য। এখানে বসেই ধ্যান করতেন মহানবী হযরত মুহাম্মদ (স.)। রাসূলের ৪০ বছর বয়সে ধ্যানমগ্ন অবস্থায় এখানেই সর্বপ্রথম কোরআন নাজিল হয়। হেরা গুহায় বসেই নবুয়াত লাভ করেন তিনি।
.
মক্কার মসজিদুল হারাম থেকে ৫ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত জাবাল আল-নূর পাহাড়। এর উচ্চতা ৬৪২ মিটার। মক্কার সর্বোচ্চ পাহাড়ও এটি। হেরা গুহাটি পাহাড়ের চূড়া থেকে ৫০ মিটার নিচে। গুহার প্রবেশ পথ উত্তরমুখী এবং এর উচ্চতা মধ্যম আকৃতির একজন মানুষের উচ্চতার সমান। এ গুহাতে এক সঙ্গে ৫ জন বসতে পারেন। ওই গুহার একটি পাথরে খোদাই করে সুরা আলাকের প্রথম কয়েকটি আয়াত লেখা আছে।
.
প্রতি বছর হজের জন্য সৌদি আরবে গমনকারীদের হেরা গুহার প্রতি অন্যরকম আকর্ষণ থাকে। হজ্জ্বের সময় প্রচণ্ড গরম উপক্ষো করে হেরা গুহা দেখতে ছুটে যান অনেক হাজিগন।
.
পাহাড়ে উঠতে গিয়ে প্রচণ্ড গরমে ঘামেন তারা। হেরা গুহার কাছে পৌঁছানোর পর ঘামে ম্লান থাকে তাদের মুখমণ্ডল। তবে তাদের চোখে-মুখে থাকে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতার ছাপ; এসময় তাদের অনেকের চোখ থেকে ঝরে সন্তুষ্টির অশ্রু।
.


.

No comments:

Post a Comment