Thursday, April 27, 2017

ও একটি গোরু "যাকে নিয়ে মিডিয়া এত জলঘোলা করছে।

                  ★★★গরু★গরু★গরু★★★
★"ও একটি গোরু "যাকে নিয়ে মিডিয়া এত জলঘোলা করছে ""
আজ ও নির্বোধ বলে এত ঝামেলা ""
তাই আমার কিছু কথা আছে,
🔜🔜⤵⤵
""   গোবেচারা গরু কি জানে তাদের নিয়ে এখন ভারতীয় সমাজ দু'ভাগ?  রাজনীতি  উত্তাল?
সম্পীতি চুরমার ? দারিদ্র নয়, শিক্ষা নয়, কাজ নয়,  উন্নয়ন নয়, দেশের সবচেয়ে বড় সমস্যা যেন গরুর মাংস ।
নারীপাচার, শিশুপাচারের চেয়েও বড়ো  ইস্যু গরুপাচার ।

গরু তুমি কার ?? হিন্দু,  না  , মুসলমানের?

(আজ যদি ওরা কথা বলতে পারতো )তাহলে নিশ্চয়ই  ওরা পাল্টা প্রশ্ন করত ""
আমার বাচ্চার দুধ কেড়ে যখন তোমরা পান করো, তখন তো এত দরদ  উথলে ওঠে না ??
#দুধ খাওয়া সময় কোনোও ভাগাভাগি নেই, তাহলে আমার #মাংস নিয়ে এত মারামারি কেন? ?

নিজেদের প্রয়োজনে কখনও  আমি তোমাদের "গোমাতা " আবার কখনও সুস্বাদু মাংস ।
আমি হিন্দুর ঘরে ভগবতী, বলে "পূজিত "মুসলমানের ঘরে "জমি চাষের প্রয়োজনে বলদ রুপে প্রতিপালিত ।
#আসলে দুধ শুষে নেওয়া ,পরিশ্রম করিয়ে নেওয়ার পর " শেষে আমার ঠিকানা "কসাইখানা "।

এই ধরনের প্রশ্ন যদি গরু সমাজের পক্ষ থেকে আসে "তাহলে কিন্তু "বাজার ____মানে ___জমে ক্ষির হয়ে যাবে "।
#কিন্তু প্রশ্ন করবে কে "?গরু কি আর মানুষের মত কথা বলে "?
ওরা তো শুধু ""হাম্বা হাম্বা ""ডাক ছাড়া না আছে  ওদের বোধ "না "আছে "বুদ্ধি "। ওরা অবোধ প্রান ,তাই অবহেলার পাত্র ।না হলে কেন নির্বোধ মানুষকে  আমরা "গরু বলে "আখ্যা দিই?
তখন গোমাতার সম্মানের কথা কারও মনে পরে না? ?তবে গরু তার নিজ গুণেই প্রমান করেছে যে, সে প্রানীসমাজের #সহিষ্ঞুতার  প্রতীক ।
যে অত্যাচার তাদের  উপর হয় তার বদলে পাল্টা কিছুই দেয় না তারা ।
মুখ বুজে সহ্য করাই দস্তুর ।
সমাজে দুর্বলই সবচেয়ে অত্যাচারিত ,এ চিরন্তন সত্য ।
তাই কেউ গরুর দুধের পুষ্ঠির লোভে,  আবার কেউ "সুস্বাদু মাংসের লোভে দৌড়াছে ।

আর  এই সব কারনেই "#রাজনীতির প্রয়োজনে আজ সমাজ দুটি ভাগে ভাগ হয়েছে "#এক হিন্দু  " #দুই মুসলিম ।

আসলে দেখতে গেলে কেউ গরুকে সম্মান বা তার  অধিকার ফিরিয়ে দিতে চাইছে না,
যে যার সার্থে "এই নির্বোধ প্রানী টা কে কাজে লাগাচ্ছে ।

#বিঃদ্র =কথা গুলো কি আমি কিছু ভুল বললাম, বন্ধুরা, নিজেরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো ।

No comments:

Post a Comment