Friday, April 28, 2017

প্রিয় সাথীরা" হয়ত এমন একটা সময় আসবে, যখন আমি থাকবো না,

"প্রিয় সাথীরা" হয়ত এমন একটা সময় আসবে, যখন আমি থাকবো না,কিন্তু ফেসবুক থাকবে। হয়ত আইডিটা ডিএ্যাকটিভ করেও যেতে পারবো না। একদিন হঠাৎ চিরতরে থেমে যাবে পোস্ট দেয়া। কালের সাক্ষী হয়ে থেকে যাবে আমার আইডি, রয়ে যাবে কিছু স্মৃতি। ইনবক্সে হয়ত নক করবে কেউ,কিন্তু রিপ্লাই দেয়ার কেউ থাকবে না। হয়ত কেউ সেদিন আমায় খুঁজবে। আমায় ভেবে আপন জনদের ক'ফোটা অশ্রু কারো গাল বেয়ে নামবে। :( হয়ত অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে আমায় খুঁজবে। নীড়ে ফেরা পাখিদের মাঝে আমায় খুঁজবে। রাতের তারার মাঝে আমায় খুঁজবে। একবার হলেও আমায় মিস করবে। কিন্তু ,,,,,,,,, আমি থাকবো না। :( হারিয়ে যাবো অচিনপুরে ফিরে আসবো না আর না ফেরার দেশ থেকে !!! তাই সবার তরে এই কামনা, মুনাজাতে এই অধমেরে কভু ভুলে যাবেন না !! সকলের নিকট দোয়া প্রার্থী আমি। আর পরিশেষে সকল ভাই -  বোন আর বন্ধুদের প্রতি আকুল আবেদন ,আসুন আমরা নামাজ পড়ি. জামাতের সাথে, আর ফেইজ বুকে দ্বীনের প্রচার করি, এমন কোন পোষ্ট করিব না যাহাতে গন মানুষের চরিএ নষ্ট হয়, প্রিয় সাথীরা হয়ত কাল কেয়ামতের দিন ইহাই আমাদের নাজাতের ব্যবস্হা হইবে, না হয় জাহান্নামে নিয়ে যাওয়ার দলিল হিসাবে থাকিবে !!! "হে আল্লাহ আমি যেন কালেমা পড়ে , আর আখেরি সেজদা করে তোমার দরবারে হাজির হইতে পারি সেই সু - ভাগ্য আমাকে নসিব করিও", আমিন ছুম্মা আমিন। মোঃ কবির হোসাইন । 29| ০4| 2017ইং রাএ 10টা 30 মিনিট,

Thursday, April 27, 2017

ও একটি গোরু "যাকে নিয়ে মিডিয়া এত জলঘোলা করছে।

                  ★★★গরু★গরু★গরু★★★
★"ও একটি গোরু "যাকে নিয়ে মিডিয়া এত জলঘোলা করছে ""
আজ ও নির্বোধ বলে এত ঝামেলা ""
তাই আমার কিছু কথা আছে,
🔜🔜⤵⤵
""   গোবেচারা গরু কি জানে তাদের নিয়ে এখন ভারতীয় সমাজ দু'ভাগ?  রাজনীতি  উত্তাল?
সম্পীতি চুরমার ? দারিদ্র নয়, শিক্ষা নয়, কাজ নয়,  উন্নয়ন নয়, দেশের সবচেয়ে বড় সমস্যা যেন গরুর মাংস ।
নারীপাচার, শিশুপাচারের চেয়েও বড়ো  ইস্যু গরুপাচার ।

গরু তুমি কার ?? হিন্দু,  না  , মুসলমানের?

(আজ যদি ওরা কথা বলতে পারতো )তাহলে নিশ্চয়ই  ওরা পাল্টা প্রশ্ন করত ""
আমার বাচ্চার দুধ কেড়ে যখন তোমরা পান করো, তখন তো এত দরদ  উথলে ওঠে না ??
#দুধ খাওয়া সময় কোনোও ভাগাভাগি নেই, তাহলে আমার #মাংস নিয়ে এত মারামারি কেন? ?

নিজেদের প্রয়োজনে কখনও  আমি তোমাদের "গোমাতা " আবার কখনও সুস্বাদু মাংস ।
আমি হিন্দুর ঘরে ভগবতী, বলে "পূজিত "মুসলমানের ঘরে "জমি চাষের প্রয়োজনে বলদ রুপে প্রতিপালিত ।
#আসলে দুধ শুষে নেওয়া ,পরিশ্রম করিয়ে নেওয়ার পর " শেষে আমার ঠিকানা "কসাইখানা "।

এই ধরনের প্রশ্ন যদি গরু সমাজের পক্ষ থেকে আসে "তাহলে কিন্তু "বাজার ____মানে ___জমে ক্ষির হয়ে যাবে "।
#কিন্তু প্রশ্ন করবে কে "?গরু কি আর মানুষের মত কথা বলে "?
ওরা তো শুধু ""হাম্বা হাম্বা ""ডাক ছাড়া না আছে  ওদের বোধ "না "আছে "বুদ্ধি "। ওরা অবোধ প্রান ,তাই অবহেলার পাত্র ।না হলে কেন নির্বোধ মানুষকে  আমরা "গরু বলে "আখ্যা দিই?
তখন গোমাতার সম্মানের কথা কারও মনে পরে না? ?তবে গরু তার নিজ গুণেই প্রমান করেছে যে, সে প্রানীসমাজের #সহিষ্ঞুতার  প্রতীক ।
যে অত্যাচার তাদের  উপর হয় তার বদলে পাল্টা কিছুই দেয় না তারা ।
মুখ বুজে সহ্য করাই দস্তুর ।
সমাজে দুর্বলই সবচেয়ে অত্যাচারিত ,এ চিরন্তন সত্য ।
তাই কেউ গরুর দুধের পুষ্ঠির লোভে,  আবার কেউ "সুস্বাদু মাংসের লোভে দৌড়াছে ।

আর  এই সব কারনেই "#রাজনীতির প্রয়োজনে আজ সমাজ দুটি ভাগে ভাগ হয়েছে "#এক হিন্দু  " #দুই মুসলিম ।

আসলে দেখতে গেলে কেউ গরুকে সম্মান বা তার  অধিকার ফিরিয়ে দিতে চাইছে না,
যে যার সার্থে "এই নির্বোধ প্রানী টা কে কাজে লাগাচ্ছে ।

#বিঃদ্র =কথা গুলো কি আমি কিছু ভুল বললাম, বন্ধুরা, নিজেরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো ।

Monday, April 17, 2017

mdkabir823: চলিতেছে মিনার নির্মাণ কাজ

mdkabir823: চলিতেছে মিনার নির্মাণ কাজ: আসসালামু আলাইকুম, প্রিয় দ্বিনি ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। আমাদের ফকিরাদোলা বাইতুন নুর জামে মসজিদের মিনার নির্মাণ কাজ চলিতেছে। যদি কে...

চলিতেছে মিনার নির্মাণ কাজ

আসসালামু আলাইকুম,
প্রিয় দ্বিনি ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।

আমাদের ফকিরাদোলা বাইতুন নুর জামে মসজিদের মিনার নির্মাণ কাজ চলিতেছে।

যদি কেউ দান করতে চান তাহলে নিচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন।
       মসজিদ কমিটিঃ
ফকিরাদোলা বাইতুন নুর জামে মসজিদ,
ফকিরাদোলা,মতিনগর,সোনামুড়া,
সিপাহিজলা,ত্রিপুরা(ভারত)



Friday, April 14, 2017

আসসালামু আলাইকুম.......




আমি মোঃ কবির হোসেন....

পিতাঃ রহিম আআলি

গ্রামঃ ইউ,এন,সি নগর

পোঃ মতিনগর

থানাঃ সোনামুড়া

জেলাঃ সিপাহিজলা,
ত্রিপুরা,ভারতবর্ষ,
পিনঃ ৭৯৯১৮১